মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থী আজাদ হোসেন বাপ্পী (১৫) ও মো. তামিম হোসেনের (১৪) মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। বৃহস্পতিবার বিকেলে আড়াই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বাপ্পী দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা এলাকার মো. সিরাজের ছেলে ও তামিম একই এলাকার মৃত মো. মিনহাজের ছেলে। তারা দু'জনই কেরাণীগঞ্জ শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ ও পরিদর্শক সিরাজুল কবীর জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জ থেকে ২৬ সদস্যের একটি টিম পদ্মা সেতু এলাকায় ঘুরতে আসে। এ সময় তারা একটি ট্রলারে করে নদীর কাইজ্জার চর (নতুর চর) এলাকায় গােসল করতে নামলে দুইজন নিখােঁজ হয়।

লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসাইন বলেন, নিখোঁজের দেড় ঘণ্টা পর বিকেল ৩টার দিকে বাপ্পি নামে একজনের লাশ এবং পৌনে ৫টার দিকে তামিমের লাশ উদ্ধার করা হয়।