চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় এক বিচারকের ওপর হামলায় বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাজি ইকবালের ছেলে আলী আকবরকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলা দায়েরের দুই মাসের কম সময়ের মধ্যে এ রায় হলো।

বৃহস্পতিবার চট্টগ্রাম অতিরিক্ত মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ এ রায় দেন। এ সময় আলী আকবর আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে। মহানগর পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমদ বলেন, রায়ে আকবরের সহযোগী অন্য আসামি আলী হোসেন জিসানকে খালাস দেওয়া হয়েছে।

গত ৯ ডিসেম্বর পতেঙ্গা সমুদ্রসৈকতে উল্টোপথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় চট্টগ্রাম পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ জহির উদ্দিনকে মারধর করে আসামিরা। পরে আকবর এবং জিসানকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। গত ২১ ডিসেম্বর আকবর ও জিসানকে আসামি করে এ মামলায় চার্জশিট আদালতে দাখিল করে পতেঙ্গা মডেল থানা পুলিশ।

এক সময় বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন হাজি ইকবাল। পরে নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য প্রায় এক দশক আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তা সত্ত্বেও তিনি দলীয় পরিচয়ে নানা অপকর্ম চালাচ্ছেন। ইকবাল ও আকবর একটি হত্যা মামলারও আসামি।