গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে অপহৃত এক কিশোরীকে গাজীপুরের কালিয়াকৈরের একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- উপজেলার কামদিয়া ইউনিয়নের বড়গাঁও গ্রামের মো. টুনকুর ছেলে পবন, রশিকনগর তালতলী গ্রামের মো. রুপচানের ছেলে সাদ্দাম ও শাকপালা গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে রাকিব।

গোবিন্দগঞ্জ থানাধীন বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মিলন চ্যাটার্জী বলেন, গত ২৯ ফেব্রুয়ারি ওই কিশোরীকে তার বাড়ি থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

তিনি আরও বলেন, ওই কিশোরীকে অপহরণের পর বাসায় আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়েছে।