- সারাদেশ
- কালকিনি পৌর নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন
কালকিনি পৌর নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামন এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া কালকিনি পৌর নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার নির্বাচন স্থগিত রাখার আদেশ দেওয়া হলেও এর কারণ জানানো হয়নি।
কালকিনি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত এস এম হানিফ, বিএনপির কামাল হোসেন, ইসলামী আন্দোলনের লুৎফার রহমান। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ ও বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু।
এদিকে, গত ৬ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচার চালানোর সময় স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজকে পুলিশের গাড়িতে তুলে নেওয়া হয়। এর পরই নিখোঁজ হন সবুজ। এর প্রতিবাদে থানা ঘেরাও করেন তার সমর্থকরা। এতে বাধা দেয় নৌকা প্রার্থীর কর্মীরা। পরে দু'পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
এদিকে নিখোঁজের ১১ ঘণ্টা পর বাসায় ফেরেন সবুজ। এর পরই আলোচনায় আসে কালকিনির পৌর নির্বাচন।
মন্তব্য করুন