এক গৃহবধূকে তাবিজের মাধ্যমে তার সংসারে শান্তি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন শফিকুল ইসলাম নামে এক ভণ্ড কবিরাজ। যে কোনো উপায়ে স্বামীর সংসার করার স্বপ্নে বিভোর ওই গৃহবধূ আশ্বস্তও হয়েছিলেন কবিরাজের কথায়। গৃহবধূকে তাবিজ দেওয়ার দিনক্ষণ ঠিক করে রাতের আঁধারে একটি দোকানের পেছনে একটি কক্ষে নিয়ে যান তাকে। এক পর্যায়ে হত্যার ভয় দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করেন ভণ্ড কবিরাজ শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার ওই নারীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রীপুরের বাগমারা এলাকা থেকে একই এলাকার জহিরুল হকের ছেলে শফিকুলকে আটক করেন র‌্যাব-১-এর সদস্যরা।

জানা গেছে, শ্রীপুর পৌরসভার বাগমারা এলাকায় সপরিবারে বসবাস করেন ওই নারী। ওই এলাকায় একটি ঘরে বসে কবিরাজি করেন শফিকুল। তার কাছে বিভিন্ন এলাকার নারীরা এসে তাবিজ-কবজ নিয়ে থাকেন। ক'দিন ধরেই ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর ঝগড়া-বিবাদ চলছিল। বিষয়টি জানতে পেরে ওই নারীকে তাবিজের মাধ্যমে শান্তি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কাছে ডেকে নেন শফিকুল। সোমবার সন্ধ্যার পর শফিকুল তার ঘরে ডেকে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। 

র‌্যাব-১-এর গাজীপুর ক্যাম্পের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, বুধবার ওই নারী র‌্যাব অফিসে এসে লিখিত একটি অভিযোগ করেন। পরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে শফিকুলকে আটক করা হয়। 

তিনি বলেন, ধর্ষণের কথা স্বীকার করেছেন ওই কবিরাজ। এ ঘটনায় বৃহস্পতিবার ওই নারী বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।