ফরিদপুর প্রেস ক্লাবের চলমান উন্নয়ন কাজের জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন শারমিন গ্রুপের স্বত্বাধিকারী মোহাম্মদ ইসমাইল হোসেন।

শনিবার বিকেলে প্রেস ক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ অনুদানের ঘোষণা দেন।

শিল্পপতি ইসমাইল হোসেন এ সময় বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। কর্মজীবনে তাদের নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। বিশেষ করে জেলা শহরের সাংবাদিকদের নানা কষ্ট সহ্য করতে হয়। উন্নয়নের স্বার্থে আমাদের এ সাংবাদিক ভাইদের কথাও ভাবতে হবে। আমাদের এক হয়ে কাজ করতে হবে।

ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, শহর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাংবাদিক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, সাজ্জাদ হোসেন রনি, শেখ সাইফুল ইসলাম, রেশাদুল হাকিম, হাসানউজ্জামান, আ ত ম আমির আলী, মনিরুল ইসলাম, হারুন আনসারী, মফিজুর রহমান শিপন, বেলাল চৌধুরী প্রমুখ।

পরে ইসমাইল হোসেন প্রেস ক্লাবের নির্মাণাধীন ভবন ঘুরে দেখেন ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিষয় : ফরিদপুর প্রেস ক্লাব

মন্তব্য করুন