গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ফজল সরকার (৫২) নামে একজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনায় উভয় গ্রুপের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ফজল সরকারের পৈতৃক ৮৮ শতাংশ জমি তার চাচাতো ভাই সোলাইমান সরকার দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভোগ দখল করছেন। এ নিয়ে গত কয়েকমাস ধরে থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের দ্বারস্থ হয়েও কোনো সমাধান না হওয়ায় গ্রামের কিছু মাতাব্বর বিষয়টা মীমাংশা করে দেওয়ার তারিখ দেন।  মাতাব্বরদের দেওয়া তারিখে বুধবার সকালে এ বিষয়টি নিয়ে মীমাংসায় বসলে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সোলাইমান সরকার উত্তেজিত হয়ে ফজল সরকারকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে গ্রামবাসী এগিয়ে এসে দুই পক্ষকে শান্ত করেন এবং আহত ফজল সরকারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফজল সরকারের মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই বাদশা সরকার জানান, জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে প্রতিপক্ষ সোলাইমান আমাদের ডাকেন। পরে আমাদের ওপর হামলা করে বড় ভাই ফজল সরকারকে পিটিয়ে হত্যা করেন।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।