লক্ষ্মীপুরে ট্রলি চাপায় তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রামগঞ্জ উপজেলার হানুবাইশ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৃষা মনি তৃষার হানুবাইশ গ্রামের রশিদ মেয়ে। ঘটনার পরপরই ট্রলি চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রলিটি আটক করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে ভাদুর ইউনিয়নের হানুবাইশ অলি বাড়ীর মসজিদের পূর্বপাশে ঘর সংলগ্ন সড়কের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো শিশু তৃষা। এ সময় এক ট্রলিটি বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় তৃষা।

ব্যবসায়ী সংঘঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া জানান, বার বার প্রশাসনকে বিষয়টি গুরুত্ব দিয়ে বলার পরও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা না নেওয়ায় একের পর এক দুর্ঘটনা ঘটছে সড়কে।

রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে অভিযোগ দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।