দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা সুদেল ইসলাম (২২) ও নুর আলম (১৮)।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জানিয়েছেন, মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও থেকে একটি পাওয়ার টিলার বীরগঞ্জে আসছিল। পথে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জের পাচপীর এলাকায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ লাগে।

সংঘর্ষে গাড়ি দুটি রাস্তার পাশের ধান ক্ষেতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির নিচে চাপা পড়া অবস্থায় দুইজনের মরদেহ পায়।

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।