চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মো. তুহিন নামের এক যুবক (৩৫) নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে নগরীর কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তুহিন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মো. বেলালের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, নগরীর কদমতলী এলাকায় ভোরে একটি দ্রুত গতির ট্রাক তুহিনকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক ও ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।