- সারাদেশ
- দুই ভাই হত্যা: ম্যাজিস্ট্রেট আদালতের নথি তলব করেছেন জেলা জজ
দুই ভাই হত্যা: ম্যাজিস্ট্রেট আদালতের নথি তলব করেছেন জেলা জজ

চট্টগ্রামে ম্যাজিস্ট্রেট আদালতে হওয়া চন্দনাইশের চাঞ্চল্যকর দুই ভাই হত্যার সিআর মামলার (থানায় না হয়ে আদালতে হওয়া মামাল) নথি তলব করেছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ঈসমাইল হোসেনের আদালত।
বুধবার মামলার বাদী নিহতদের বোন রিনাত সুলতানা শাহীনের নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে দাখিল করা রিভিশনের শুনানি শেষে জজ আদালত এ আদেশ দেন।
২০২০ সালের ২৩ নভেম্বর চট্টগ্রাম অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ ফরিদা ইয়াসমিনের আদালত ফৌজদারি কার্যবিধির ২০৫ এর ডি ধারায় এ মামলাটি স্থগিত করার আদেশ দিয়েছিলেন।
বাদীপক্ষের আইনজীবী জিয়া হাবিব আহসান সমকালকে বলেন, প্রবাসীসহ দুই ভাইকে ঠাণ্ডা মাথায় ভুয়া বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয়। তা নিয়ে আদালতে একটি সিআর মামলা করা হয়। পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করার পর শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলার কার্যক্রম স্থগিত করেন। এই আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন দাখিল করা হয়। রিভিশন আবেদনের শুনানি শেষে আদালত ম্যাজিস্ট্রেট আদালতের নথি তলব করেছেন।
বাহরাইন ফেরত প্রবাসী ও পেয়ারা ব্যবসায়ী দুই ভাইকে চন্দনাইশ পুলিশের সহায়তায় আট লক্ষ টাকা চাঁদার দাবিতে বাড়ি থেকে তুলে নিয়ে টেকনাফে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আনোয়ারা সার্কেল মো. মফিজ উদ্দিন ও কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন ।
প্রসঙ্গত, ২০২০ সালের ২ সেপ্টেম্বর মামলার বাদী রিনাত সুলতানা শাহীন মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আইনি সহায়তায় টেকনাফ থানা পুলিশের পাঁচ জন ও চন্দনাইশ থানা পুলিশের সোর্সসহ সাত জনকে আসামি করে চাঁদার দাবিতে বাসা থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগে সিআর মামলাটি দায়ের করেছিলেন।
মন্তব্য করুন