- সারাদেশ
- পর্যটন কেন্দ্রে গুলি: মায়া চৌধুরীর ছেলেসহ ২০ জনের নামে মামলা
পর্যটন কেন্দ্রে গুলি: মায়া চৌধুরীর ছেলেসহ ২০ জনের নামে মামলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাটসংলগ্ন পর্যটন কেন্দ্রের সামনে গুলি করার অভিযোগে আওয়ামী লীগ নেতা সাবেক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপুকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানের আদালতে মোহনপুর পর্যটন কেন্দ্রের জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলাটি আমলে নিয়ে মতলব উত্তর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার অন্য আসামিরা হলেন- স্থানীয় আওয়ামী লীগ নেতা গাজী মুক্তার হোসেন, অপু চৌধুরী, আহার খালাশী, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভা, শাহীন চৌধুরী, সম্রাট গাজী, আজাদ খালাশী, জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান, ছাত্রলীগ নেতা তামজিদ সরকার রিয়াদ, লিখন সরকার, খোরশেদ চৌধুরী, হোসেন মেম্বার, মেহেদী হাসান কাজল, কুদ্দুস, মামুন শিকদার, আক্তার সরকার, ইউসুফ ও সুমন বেপারী।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, পর্যটন কেন্দ্রটি দীর্ঘদিন থেকেই দখলের চেষ্টা করছিল আসামিরা। ঘটনার দিন গত ১২ ফেব্রুয়ারি আসামিরা অর্ধশত সশস্ত্র সন্ত্রাসী নিয়ে পর্যটন কেন্দ্রে আতঙ্ক সৃষ্টি করে। তারা পর্যটন কেন্দ্রের মালিককে খুঁজতে থাকে। এ সময় দীপু চৌধুরী গুলি ছোড়ে। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে আসতে থাকলে আসামিরা গুলি ছুড়তে ছুড়তে সেখান থেকে চলে যায়।
স্থানীয় সূত্র জানায়, কিছুদিন ধরেই মতলব উত্তরে আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। গত ২১ জানুয়ারি একই এলাকায় দুই গ্রুপ কর্মসূচি ঘোষণা করলে ২০ জানুয়ারি রাতে ওই এলাকার সাতটি পয়েন্টে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। কিন্তু গত ১২ ফেব্রুয়ারি পর্যটন কেন্দ্র দখল নিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী জানান, গুলিবর্ষণ এবং বিভিন্ন ইউনিয়নে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ছেংগারচর পৌর আওয়ামী লীগ বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে।
এ বিষয়ে কথা বলতে দীপু চৌধুরীর মোবাইলে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। মামলার আরেক আসামি জেলা ছাত্রলীগের আহ্বায়ক ও চাঁদপুর জেলা পরিষদ সদস্য মিনহাজ উদ্দিন খানের মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
মন্তব্য করুন