শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রোববার বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্দরের পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য ওঠা-নামাসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে রোববার দুই দেশের ব্যবসায়ীরা বন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। 

সোমবার থেকে বন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে বলেও জানান তিনি।