নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে সংঘর্ষে জড়ানো দু'পক্ষই।

শনিবার রাতে মুজাক্কিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিল শেষে বঙ্গবন্ধু চত্বরে সমাবেশ করা হয়। পরে রোববার সকালেও বসুরহাট বাজারে একই দাবিতে বিক্ষোভ করেন আবদুল কাদের মির্জা পক্ষের লোকজন।

অন্যদিকে শনিবার রাতে উপজেলার চাপরাশিরহাট বাজারে প্রতিপক্ষ সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষ গোলাগুলি হয়। মুজাক্কির সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১০টায় মারা যান তিনি।