- সারাদেশ
- আট দিন পর চন্দনাইশের গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
আট দিন পর চন্দনাইশের গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ মো. হাবিব আট দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন। রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হাবিব চন্দনাইশ পৌরসভার মো. লেদু মিয়ার ছেলে।
চন্দনাইশ থানার ওসি নাসির উদ্দীন সরকার জানান, চিকিৎসাধীন অবস্থায় হাবিব নামে একজন মারা গেছেন। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কেউ অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।
গত ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভার নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে নির্বাচনে দু'পক্ষের সংঘর্ষ চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হন হাবিব। গুরুতর আহত অবস্থায় তাকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাবিব।
মন্তব্য করুন