মার্চের মধ্যেই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে মানবন্ধন করেছেন রাজশাহীর ছাত্র-শিক্ষক-নাগরিক সমাজ। শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন করেন তারা। 

বক্তারা বলেন, দেশের সবকিছু চালু আছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সিনেমা হলে করোনা নেই, হাট-বাজারে করোনা নেই, পিকনিক স্পটে করোনা নেই, রাজনৈতিক কর্মসূচিতে করোনা নেই। করোনা শুধু শিক্ষা প্রতিষ্ঠান ও এর হলগুলোতে রয়েছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলে দেশ ও সমাজের উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সরকারের সুচিন্তিত পরিকল্পনার ফল। করোনার

অযুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ফলে শুধু শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ ও জাতি। তাই অবলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। অন্যথায় মানসিক দুশ্চিন্তায় কোনো শিক্ষার্থী ভুল পথে গেলে সে দায় সরকারকে নিতে হবে।

'ছাত্র-শিক্ষক-নাগরিক সমাজ'-এর রাজশাহী জেলা শাখার সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনকের সভাপতিত্বে এবং সংগঠনটির সদস্য সচিব অ্যাডভোকেট মুরাদ মোর্শেদের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের আইন সম্পাদক হোসেন আলী পেয়ারা, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ মাসুদ হাসান, রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর, সাহেববাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার সাহা, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনুর রশীদ, ছাত্র অধিকার পরিষদের মহানগর শাখার সভাপতি আব্দুল্লাহ বিন আফতাব শুভ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ।