প্রথমে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক কর্মকর্তা মো. মোবারক হোসেন (৭০)। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় দেহ থেকে তার মাথা ছিটকে দূরে গিয়ে পড়ে।  

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেল এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এরপর প্রায় একঘণ্টা বরিশাল-ঢাকা মহাসড়কে যানবহন চলাচল বন্ধ ছিল। ফলে রাস্তার দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 নিহত মো. মোবারক হোসেন বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোবারক মোটরসাইকেল চালিয়ে পাংশা থেকে মহাসড়ক ধরে রহমতপুর বাজারের দিকে যাচ্ছিলেন। প্রথমে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এসময় বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে দ্রুত রহমতপুর বাজারের কাছে বাসটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। 

বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম জানান, নিহত মোবারক হোসেন এনএসআইয়ের অবসরপ্রাপ্ত ফিল্ড অফিসার ছিলেন। তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।