- সারাদেশ
- পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ৯০০ ট্রাক
পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ৯০০ ট্রাক

পাটুরিয়া ঘাটে পারাপারে অপেক্ষায় ট্রাকের দীর্ঘ সারি
পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়কের উথলীর মোড় পর্যন্ত আট কিলোমিটার ও আরিচা-ঢাকা মহাসড়কের উথলীর মোড় পর্যন্ত তিন কিলোমিটারসহ মোট ১১কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়ে।
ফলে শনিবার দুপুর দুইটা পর্যন্ত প্রায় নয়শো পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।
ট্রাকচালকদের অভিযোগ, বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস আগে পারাপার করায় পণ্যবাহী ট্রাক চালকদেরকে ২-৩দিন করে ঘাট এলাকায় পড়ে থাকতে হচ্ছে।
ঢাকার গাজীপুর থেকে ছেড়ে কুষ্টিয়া গামী ট্রাক চালক কফিল উদ্দিন জানান, তিনি গত বুধবার সকালের দিকে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্ত ঘাটে যানজটের কারণে শনিবার দুপুর ২টা পর্যন্ত ফেরি পার হতে পারেননি।
অভ্যন্তরীন নৌ-করোরেশন বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, যানবাহনের চাপ বৃদ্ধির কারণে পাটুরিয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া নাব্যতা সংকটের কারণেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে প্রায় নয়শো ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
মন্তব্য করুন