- সারাদেশ
- প্রেম করায় কিশোরীকে গলা কেটে হত্যা করল মা-ভাই
প্রেম করায় কিশোরীকে গলা কেটে হত্যা করল মা-ভাই

গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রেম করার কারণে কলেজপড়ুয়া কিশোরী আতিয়া খাতুনকে (১৭) গলা কেটে হত্যা করেছে মা ও তার ভাই। এ ঘটনায় ওই মা'কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সাঘাটা থানা পুলিশ।
আতিয়া খাতুন উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্যা গ্রামের আমিনুল ইসলাম ক্বারীর মেয়ে।
স্থানীয়রা জানান, আতিয়া খাতুনের সঙ্গে একই গ্রামের উজ্জ্বল হকের ছেলে রাসেলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। রাসেল তাকে বিয়ে করতে না চাইলে শুক্রবার সকালে তাদের বাড়িতে গিয়ে অবস্থান নেয় আতিয়া। এক পর্যায়ে রাসেলের বাবা-মা আতিয়াকে মেনে নেয় এবং তাকে তার বাড়িতে রেখে আসে। এ ঘটনায় মা হামিদা বেগম ও ভাই তানজির রহমান ক্ষিপ্ত হয়ে আতিয়ার ওপর অমানুষিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে তাকে গলা কেটে হত্যা করে। ঘটনার পর তানজির রহমান পালিয়ে যায়। প্রতিবেশীরা বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে মা হামিদাকে আটক করে এবং আতিকার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের গাইবান্ধা মর্গে পাঠায়।
সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন