দিনাজপুরের খানসামা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় বাধন ইসলাম (২০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিলয় ইসলাম (২০) নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। 

শনিবার দুপুরে খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পুলহাট বাজারে ই দুর্ঘটনা ঘটে। নিহত বাধন ইসলাম নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার রাবেয়া মোড়ের বানিয়াপাড়ার হামিদুল ইসলাম ছেলে। আহত নিলয় ইসলাম ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ জানান, খানসামা উপজেলার পাকেরহাট বাজার থেকে বাধন ও নিলয় একটি মোটরসাইকেলে সৈয়দপুরে যাচ্ছিল। পুলহাট বাজারে পৌঁছলে পিছন দিক থেকে একটি ট্রাক্টর তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা বাধন ও নিলয়কে উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাধনকে মৃত ঘোষণা করেন। আহত নিলয়কে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরটি পালিয়ে যায়। খানসামা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।