- সারাদেশ
- নিখোঁজের ১১ দিন পর কিশোরের লাশ মিলল নদীতে
নিখোঁজের ১১ দিন পর কিশোরের লাশ মিলল নদীতে

কিশোর মো. ইয়াকুব মিয়া- ফাইল ছবি
নরসিংদীর পলাশে নিখোঁজের ১১ দিন পর হারিধোয়া নদীতে মিলল কিশোর মো. ইয়াকুব মিয়ার লাশ। নিহত ইয়াকুব পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনাইরচর গ্রামের মো. ইলিয়াস মিয়া ছেলে। ২২ ফেব্রুয়ারি কিশোর ইয়াকুব নিখোঁজ হওয়ার ঘটনায় পলাশ থানায় জিডি করেন তার মা আমেনা বেগম।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, কিশোর ইয়াকুব পেশায় একজন রিকশাচালক ছিলেন। ১৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে পলাশের কালির বাজার থেকে অটোরিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয় ইয়াকুব। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে তার সন্ধান পেতে পলাশ থানায় সাধারণ ডাইরি করা হয়।
এদিকে নিখোঁজের ১১ দিন পর আজ শনিবার সকালে পলাশের দড়িরচর এলাকার হারিধোয়া নদীতে ওই কিশোরের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পলাশ থানা পুলিশ ও শিবপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নাসিরউদ্দীন বলেন, খবর পেয়ে হারিধোয়া নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন