লেখক মুশতাক আহমেদকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় বাসদ নেতা ও খুলনার শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার তাকে ২ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে বাসদ নেতা রুহুল আমিনকে ডিবি পুলিশ তার খালিশপুর এলাকার ভাড়া বাসা থেকে আটক করে। তার বিরুদ্ধে ডিবি পুলিশের একজন পরিদর্শক বাদি হয়ে খালিশপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।  

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান জানান, রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন জানান তদন্ত কর্মকর্তা। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার দুপুরের দিকে কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন রুহুল আমিন। তার সঙ্গে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সংগঠক নিয়াজ মুর্শিদকে আটক করা হলেও পরে তাকে শুক্রবার রাতে ছেড়ে দেয় পুলিশ।

এ দিকে রুহুল আমিনকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ ও বাম গণতান্ত্রিক জোট খুলনা শাখা। বিবৃতিতে বলা হয়, সরকার গ্রেফতার, দমন নিপীড়ন করে বিরুদ্ধ শক্তির প্রতিবাদের ভাষা রুদ্ধ করতে চাইছে।