নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন কিংবা প্রশাসন নির্বাচন পরিবেশ বিনষ্ট করার পেছনে দায়ী নয়, এজন্য প্রার্থীরা দায়ী। রাজনীতিবিদরা যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন তারা একটি কাউন্সিলর পদও ছাড় দিতে চান না। তারা নিরপেক্ষতার বিষয়টি ভুলে যান। যেভাবেই হোক নির্বাচনে জয়ী হওয়াই থাকে প্রার্থীদের প্রধান টার্গেট।

শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের সার্কিট হাউসে পৌরসভা ও সিটি করপোরেশনের স্থগিত থাকা একটি ওয়ার্ডের নির্বাচন সামনে রেখে আয়োজিত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

রোববার স্থগিত হওয়া চসিকের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওয়ার্ডটিতে চারজন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে এই ওয়ার্ডের নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

শাহাদাত হোসেন চৌধুরী আরও বলেন, ভোটাররা কাকে ভোট দেবে সেটা তারাই নির্ধারণ করবেন। কিন্তু সেটা যদি না হয়, দুর্নামটা কমিশনের ওপর আসে। তিনি বলেন, কোনো নির্বাচনে সব দল অংশ না নিলে সেটি যেমন প্রতিদ্বন্দ্বিতার হয় না, তেমনি সেই নির্বাচনটি ভালোও হয় না। সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনগুলো আমরা যতটা আশা করেছি, ততটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, পুলিশ সুপার রাশেদুল হক, সিএমপির উপপুলিশ কমিশনার মেহেদী হাসান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।