কোম্পানীগঞ্জ উপজেলায় সালিশ শেষে ফেরার পথে বিক্ষুব্ধ ব্যক্তির ছুরিকাঘাতে খুন হয়েছেন এক পাথর ব্যবসায়ী। নিহত ইন্তাজ আলী (৪৫) উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। 

শনিবার এ হামলার পর তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

গ্রেপ্তারকৃত আরজ আলী 

এদিকে হামলার পরপর স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ হামলাকারী আরজ আলীকে গ্রেপ্তার করেছে। এ সময় বিক্ষুব্ধ জনতা মারধরের চেষ্টা করলে পুলিশ দ্রুত তাকে থানায় নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম জানান, স্ত্রীর সঙ্গে আরজ আলীর বিরোধ সমাধানে সালিশ বৈঠকে গিয়েছিলেন ইন্তাজ আলী। সালিশ শেষে ফেরার পথে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে আরজ আলী তাকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।