স্বতন্ত্র নির্বাচন করতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ
শফিকুল ইসলাম শফিক। ছবি-সংগৃহীত
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩ | ১২:০৯ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ | ১২:৪৮
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ সিংড়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রতিদ্বন্দ্বিতা করতে সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক পদত্যাগ করেছেন। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য।
ইউএনও মাহমুদা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বুধবার দুপুরে স্থানীয় সরকার সচিব বরাবর পদত্যাগ পত্র নাটোর জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন।
এর আগে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে গত মঙ্গলবার সিংড়ার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক এর পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার সমর্থিত নেতাকর্মীরা। আর তৃণমূলের নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতেই উপজেলা চেয়ারম্যান শফিক স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, শফিকুল ইসলাম শফিক সিংড়া পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং গোল-ই-আফরোজ সরকারি কলেজের নির্বাচিত ভিপি ছিলেন। এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।