- সারাদেশ
- সাতছড়ি উদ্যান থেকে ১৮টি রকেট লঞ্চারের গোলা উদ্ধার
সাতছড়ি উদ্যান থেকে ১৮টি রকেট লঞ্চারের গোলা উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে রাতভর অভিযান চালিয়ে ১৮টি রকেট লঞ্চারের গোলা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার বেলা ১১টায় বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী বলেন, দীর্ঘ দিন ধরে আমরা উদ্যানের ভেতরে নজর রাখছিলাম। এ সময় কয়েকজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করি। সেই ভিত্তিতে অভিযান চালিয়ে গহীন অরণ্য থেকে লঞ্চারগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এর আগে মঙ্গলবার দুপুর থেকে সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অভিযান চালায় বিজিবি’র সদস্যরা। রাতভর অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
২০১৪ সালের ১ জুন সাতছড়ি জাতীয় উদ্যানে অস্ত্র উদ্ধারে প্রথম অভিযান চালায় র্যাব। এরপর আরো কয়েকবার সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কামান বিধ্বংসী রকেট, রকেট চার্জার, রকেট লঞ্চার, মেশিনগান, পিস্তল, গোলাবারুদ, অটোরাইফেল ও বুলেট উদ্ধার করা হয়। এ নিয়ে সপ্তবারের মতো এই উদ্যানে অভিযান চালানো হলো।
মন্তব্য করুন