- সারাদেশ
- যাত্রী গণনার পর বাসের চাকায় প্রাণ গেল চেকারের
যাত্রী গণনার পর বাসের চাকায় প্রাণ গেল চেকারের

এই বাসের চাকাতেই প্রাণ গেছে আরজ আলীর- সমকাল
গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের যাত্রী গণনা শেষে চলন্ত বাস থেকে নামতে গিয়ে পা পিছলে এক বাস চেকারের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আরজ আলী (৪৫)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি গ্রামের হামিদ খানের ছেলে। বাসটিকে থানা পুলিশ আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস কলেজ মোড়ে পৌঁছালে চেকার আরোজ আলী যাত্রী গণনার জন্য বাসে ওঠেন। গণনা শেষ করে চলন্ত বাস থেকে নামতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
মন্তব্য করুন