কুমিল্লার আদর্শ সদর উপজেলার এক ইউপি সদস্যের ঘর থেকে মাদকদ্রব্য ও গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কোতয়ালী মডেল থানা পুলিশ পাঁচথুবি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য শফিক মেম্বারের ঘরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। তবে অভিযানের আগেই পালিয়ে যান শফিক মেম্বার।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পাঁচথুবি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছাওয়ালপুর গ্রামে শফিক মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মেম্বারের ঘরে তল্লাশি চালিয়ে ৫৮০ পিস ইয়াবা, ১৯ পিস যৌন উত্তেজক ওষুধ এবং পিস্তলের ২ রাউন্ড ও রিভলবারের ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ২৬টি বিয়ারের খালি ক্যান জব্দ করা হয়।

কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, এ ঘটনায় পৃথক ৩টি মামলা হয়েছে। শফিক মেম্বারের বিরুদ্ধে মাদক আইনে থানায় আরও একটি মামলা রয়েছে।