- সারাদেশ
- চরফ্যাসনে অন্তঃসত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
চরফ্যাসনে অন্তঃসত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি
ভোলার চরফ্যাসনে ঝুমুর বেগম (২০) নামে অন্তঃসত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নিহত ঝুমুরের বাবার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঝুমুর চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজারিগঞ্জ গ্রামের মো. হারুনের মেয়ে ও একই এলাকার মো. জুয়েলের দ্বিতীয় স্ত্রী।
স্বজনরা জানায়, ঝুমুর বেগম দুই বছর আগে একই এলাকার মো. জুয়েলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে প্রায় ৬ মাসের অন্তঃসত্বা হয়ে পরেন ঝুমুর। ঘটনাটি জানাজানি হলে দুই মাস আগে স্থানীয়রা দু'জনকে বিয়ে করিয়ে দেয়। কিন্তু বিয়ের পর থেকেই উভয়ের মধ্যে ঝগড়াঝাটি চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যেও বিরোধ দেখা দেয়। এমন হতাশা থেকেই ঝুমুর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ স্বজনদের।
শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত প্রকৃত ঘটনা বলা যাচ্ছে না। পুরো বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।
মন্তব্য করুন