ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নাজমুল (১৮) নামে এক ইজিবাইক চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের টান পাহাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নাজমুল পাশ্ববর্তী বাক্তা ইউনিয়নের ভালুকজান পশ্চিম পাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। তাকে হত্যা করে নিয়ে যাওয়া ইজিবাইকটি পরে এলাকাবাসীর সহযোগিতায় স্থানীয় গোয়ালার পার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, রাঙ্গামাটিয়া বাজার থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি চাকু উদ্ধার করেছে পুলিশ।

ফুলবাড়িয়া থানার এসআই মোরশেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইকটি ছিনতাই করার উদ্দেশ্যে বেশ কয়েকজন সেটি রিজার্ভ ভাড়া নেন। যাওয়ার সময় পথিমধ্যে নিরিবিলি জায়গা পেয়ে চালককে গলাকেটে রাস্তায় ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। 

তিনি বলেন, যদিও প্রত্যক্ষদর্শীরা বলছে ইজিবাইক উদ্ধার করার সময় সেখান থেকে একজন পালিয়ে যায়। তবে আমার ধারণা করছি একজনের পক্ষে এ হত্যাকাণ্ড চালানো সম্ভব নয়, অপরাধী আরো থাকতে পারে এবং খুনিকে ধরার জন্য চেষ্টা চলছে।

নিহত নাজমুলের মামা সফর আলী বলেন, সকাল আটটার দিকে নাজমুল ইজিবাইক নিয়ে বের হয়েছিলেন। দুপুর দেড়টার দিকে আমরা সংবাদ পাই নাজমুল এক্সিডেন্ট করেছে। কিছুক্ষণ পরে জানতে পারি তাকে হত্যা করা হয়েছে। আমার ভাগিনাকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

স্থানীয়রা জানায়, রাঙ্গামাটিয়া গ্রামের চানু মিয়া তিনি একটি কলাক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ ক্ষেতের পাশে রাখা তার ভ্যানগাড়িতে কে যেন শব্দ করছে। তখন তিনি ক্ষেত থেকে বেরিয়ে এসে দেখেন মুমূর্ষ অবস্থায় একটি যুবক তাকে বলছেন বাঁচাও। তখন চানু মিয়া কোনো উপায় খুঁজে না পেয়ে গুরুতর আহত অবস্থায় যুবকটিকে রাঙ্গামাটিয়া বাজারে নিয়ে আসেন।

চানু মিয়া বলেন, যুবকটি বলছিলো আমার গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে ওরা, আমাকে বাঁচান। তখন রাঙ্গামাটিয়া বাজারের মিলন এবং শাহ আলম মোটরসাইকেল নিয়ে ইজিবাইকটির পেছনে ছুটেন। পরে স্থানীয় গয়ালাপাড়া এলাকায় ইজিবাইকটি ধরতে পারলেও পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ফুলবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোর্শেদুল হাসান খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ি ছিনতাই করতেই চালককে গলাকেটে হত্যা করা হয়েছে। ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।