ফরিদপুরের নগরকান্দায় একটি পোস্টার টাঙানো নিয়ে চলছে তুলকালাম। অভিযোগ উঠেছে, পোস্টারটিতে এক বিএনপি নেতা নিজেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয় দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে উপজেলার তালমা এলাকায় একটি পোস্টার লাগান ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান। সেখানে নিজের পরিচয় উল্লেখ করেছেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে। তিনি উপজেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য।

এ ঘটনায় তার শাস্তি দাবি করে আদালতে ফিরোজ খানের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবুল আক্তার। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে। এদিকে এই ঘটনা জানিয়ে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে অভিযোগ দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ. মান্নান মোল্যা ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।

অভিযুক্ত ফিরোজ খান জানান, তিনি বিএনপির উপদেষ্টা পদ থেকে ২০১৬ সালে অব্যাহতি নিয়েছেন। এরপর থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতি করছেন। তিনি বলেন, ২০১৬ সালের ১১ মার্চ উপজেলা আওয়ামী লীগের সভায় যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়াকে বহিস্কার করে সেই পদ তাকে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে দল থেকে কাউকে বহিস্কার করা যায় না। আবার চাইলেই কাউকে পদ দিয়ে দেওয়া যায় না। এজন্য দলীয়প্রধান শেখ হাসিনার অনুমোদন নিতে হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, এক সভায় যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়াকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভাতেই ফিরোজ খানকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়। তবে কেন্দ্র থেকে এখনও কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা জানান, উপজেলা আওয়ামী লীগের কাছে এ ঘটনার প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।