ময়মনসিংহে রেললাইন থেকে ফখরুল ইসলাম রায়হান (৩০) নামে এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ট্রেনে কাটা পড়ে মারা যেতে পারেন বলে রেলওয়ে পুলিশ ধারণা করছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নগরীর ব্রাহ্মপল্লী এলাকার বাসিন্দা ছিলেন রাহান।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালের দিকে নগরীর কেওয়াটখালী এলাকায় ময়মনসিংহ-ভৈরব রেললাইনের পাশে দ্বিখণ্ডিত দেহ দেখতে পান স্থানীয়রা। রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এপপ্রেস ট্রেনে কাটা পড়ে রায়হানের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে রেলওয়ে পুলিশ। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্তের দাবি তোলায় পুলিশ ময়মনাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হয়েছে।