- সারাদেশ
- নাটোরে করোনায় ভূমি কর্মকর্তার মৃত্যু
নাটোরে করোনায় ভূমি কর্মকর্তার মৃত্যু

আব্দুল আজিজ
নাটোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল আজিজ নামে এক ভূমি কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ নলডাঙ্গা উপজেলা ভূমি অফিসের নাজির হিসেবে কর্মরত ছিলেন। এনিয়ে নাটোরে গত এক সপ্তাহে অধ্যক্ষ, ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের মৃত্যু হল।
নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ভূমি কর্মকর্তা আব্দুল আজিজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোর জেলা কালেক্টরেট কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক রথিন চন্দ্র মন্ডল জানান, গত ২১ মার্চ নলডাঙ্গা উপজেলা ভূমি অফিসের নাজির আব্দুল আজিজের করোনা সনাক্ত হয়। এরপর তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালেই বৃহস্পতিবার বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
মন্তব্য করুন