- সারাদেশ
- ব্যাংকে বোমা আতঙ্ক: সেই যুবক রিমান্ডে
ব্যাংকে বোমা আতঙ্ক: সেই যুবক রিমান্ডে

তারিকুল ইসলাম
চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকায় একটি বেসরকারি ব্যাংকে বোমা আতঙ্ক ছড়িয়ে ডাকাতির চেষ্টা মামলায় তারিকুল ইসলাম নামের এক যুবকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমেদ জানান, তারিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
বৃহস্পতিবার শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত দু'দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার বন্দরটিলা এলাকায় ট্রাস্ট ব্যাংকে বোমা আতঙ্ক ছড়িয়ে ডাকাতির চেষ্টা করেন তারিকুল। পরে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত সদস্য ও থানা পুলিশ যৌথ অভিযান চালিযে তাকে আটক করে। আটক করার পর তার কাছে বোমা সদৃশ্য একটি পারফিউমের বোতল উদ্ধার করা হয়েছে। এটিকে বোমা বলে আতঙ্ক ছড়ায় সে। তারিকুল কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা।
মন্তব্য করুন