সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত গোলাম সারওয়ারের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের বানারীপাড়ায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল থেকে বানারীপাড়া এতিমখানার শিক্ষার্থীরা পবিত্র কোরআন খতম করেন। জোহরের নামাজের পর গোলাম সারওয়ারের মেজ ভাই বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার বাসভবনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

মোনাজাত পরিচালনা করেন এতিমখানার তত্ত্বাবধায়ক মাওলানা হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন গোলাম সারওয়ারের ভগ্নিপতি মো. ফজলুল হক, ভাতিজা গোলাম কিবরিয়া সৈকত, সমকাল প্রতিনিধি মো. নজরুল ইসলাম, যুবলীগ নেতা সজীব খান, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।

বিষয় : সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারওয়ার

মন্তব্য করুন