- সারাদেশ
- মাস্ক না পরায় খুলনায় ১৮৯ জনকে জরিমানা
মাস্ক না পরায় খুলনায় ১৮৯ জনকে জরিমানা

খুলনায় মাস্ক না পরায় এক ব্যক্তিতে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত- সমকাল
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে খুলনা জেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের জরিমানা বা আটক করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নগরী ও বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযানে ৩৯ জনকে আটক ও ১৮৯ জনকে জরিমানা করা হয়েছে।
নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ ছাড়া ৯টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং সহকারী কমিশনাররা (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ ও আনসার সদস্যরা। অভিযানকালে দুস্থ মানুষকে মাস্ক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, মাস্ক পরিধান না করার অপরাধে খুলনায় ১৮৯টি মামলায় ৭৫ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৩৯ জনকে আটক করা হয়েছে। নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে।
মন্তব্য করুন