ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট টেকনোলজি (ইউসেট) এর ভাইস চ্যান্সেলর ও ঢাকাস্থ পাবনা জেলা সমিতির সভাপতি ঈশ্বরদীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এম. মোত্তালিব করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার (ইন্নালিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা শোক প্রকাশ করেছেন।

ড. মোত্তালিব এর আগে গাজীপুরে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি তার গ্রামের বাড়ি ঈশ্বরদীর রূপপুরে তার প্রয়াত বড় ছেলের স্মরণে জিসান হৃদ মেমোরিয়াল স্কুল নামে একটি আধুনিক মানের স্কুল প্রতিষ্ঠা করেন। চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ এর প্রাক্তনীর সভাপতি ছিলেন তিনি।

পরিবার জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় ঈশ্বরদীর নতুন রূপপুর কেন্দ্রীয় গোরস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন করা হবে।