- সারাদেশ
- বাসের ধাক্কায় আহত জাবি ছাত্রী আইসিইউতে
বাসের ধাক্কায় আহত জাবি ছাত্রী আইসিইউতে

মেহজাবিন হক মোহনা -সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীতে ভিআইপি ২৭ নম্বর বাসের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর হোসেন মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় ভিআইপি ২৭ নম্বর বাসটি ওই শিক্ষার্থীকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে পথচারীরা তাকে হাসপাতালে ভর্তি করান।
গুরুতর আহত শিক্ষার্থীর নাম মেহজাবিন হক মোহনা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও পরিকল্পনা অঞ্চল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো, শাহ আলম জানান, এঘটনায় বাসটিকে আটক করা হয়েছে।
ঢাকা ইমপিরিয়াল হাসপাতালের চিকিৎসক ডা. একরামুল হক বলেন, রোগী বর্তমানে আইসিইউতে আছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মন্তব্য করুন