- সারাদেশ
- কক্সবাজারের সব পর্যটন ও বিনোদন স্পট বন্ধ ঘোষণা
কক্সবাজারের সব পর্যটন ও বিনোদন স্পট বন্ধ ঘোষণা

ফাইল ছবি
কক্সবাজার জেলার সব পর্যটন ও বিনোদন স্পট বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২ সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
ইতোমধ্যেই কক্সবাজার সমুদ্র সৈকতে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেজন্য ব্যারিকেড দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দিনব্যাপী সৈকতে প্রচারভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা ও সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে টিম।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ২০২১ সালের শুরুর দিকে দেশে করোনার প্রকোপ কিছুটা কম ছিল। জানুয়ারি—ফেব্রুয়ারি পেরিয়ে মার্চের প্রথমদিকেও সনাক্ত এবং মৃত্যুর হার কম ছিল, কিন্তু মার্চের শেষদিকে ফের করোনার প্রকোপ বেড়েই চলেছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নতুন করে কক্সবাজার জেলায় সংক্রমণ পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এমতাবস্থায় করোনা প্রতিরোধ এবং প্রাণহানী রুখতে বাড়তি সতর্কতার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ বিষয়ক কমিটির সভাপতি মো. মামুনুর রশীদ আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার ১৮ দফা নির্দেশনা জারি করেছে। যা কার্যকর করতে জেলাব্যাপী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই সঙ্গে সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধ এবং প্রাণহানী কমাতে জনগণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের আরও বেশি সতর্ক এবং কার্যকরী উদ্যোগের বিকল্প নেই। সতর্কতার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরা এবং সাবান দিয়ে হাত ধোয়া, নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা এবং পাশাপাশি করোনাভাইরাসের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
মন্তব্য করুন