চট্টগ্রামে এক কলেজ শিক্ষার্থী মেয়ে ও তার মায়ের ভিডিও প্রকাশের হুমকি দেওয়ার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার নগরীর প্রবর্তক সংঘের পাহাড় ও নন্দনকানন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট। 

অভিযুক্তরা হলেন- নগরীর কবি কাজী নজরুল ইসলাম রোডের মৃত টিংকু সেন শর্মার ছেলে অভিষেক সেন শর্মা ও নন্দনকাননের মহিম হেরিটেজের বাসিন্দা সমর বড়ুয়ার ছেলে আদিত্য বড়ুয়া। তারা দু'জন আপন খালাতো ভাই। তাদের মধ্যে অভিষেক চট্টগ্রাম ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থী এবং আদিত্য সেন্টপ্লাসিড স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির শিক্ষার্থী।

সিএমপি কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দীন জানান, গত ২৯ মার্চ নগরীর পাঁচলাইশের বাসিন্দা ওই মেয়েকে ফেসবুক মেসেঞ্জারে বাসায় পোশাক পাল্টানোর ভিডিও পাঠান অভিষেক। একই সঙ্গে সেগুলো পর্নোসাইটে আপলোড করার হুমকি দিয়ে ৯ হাজার টাকা দাবি করেন। টাকা না পাঠানোয় অভিষেক ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে তার মায়েরও একই ধরনের কয়েকটি ভিডিও পাঠান। এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা হলে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালায়।