- সারাদেশ
- রাউজানে ব্যবসায়ীকে গুলি: কাউন্সিলরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
রাউজানে ব্যবসায়ীকে গুলি: কাউন্সিলরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

গুলিবিদ্ধ শাহাবুদ্দিন
চট্টগ্রামের রাউজানে শাহাবুদ্দিন (৪৯) নামের এক ব্যবসায়ীর পায়ে গুলি করার অভিযোগে পৌরসভার কাউন্সিলর আলমগীর আলীকে প্রধান আসামি করে মামলা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে হত্যাচেষ্টার অভিযোগ এনে রাউজান থানায় মামলা করেন গুলিবিদ্ধ ব্যবসায়ীর ভাই আবদুল্লাহ আল মামুন। মামলায় আলমগীর আলীসহ আটজনকে আসামি করা হয়েছে।
রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে বুধবার দুপুর দেড়টার দিকে শাহাবুদ্দিন গুলিবিদ্ধ হন। ঘটনার পর তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
শাহাবুদ্দিনের ভাই রাউজান উপজেলা যুবলীগ নেতা আবদুল্লাহ আল মামুন অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে তাদের বাড়ির পাশের মসজিদটি পারিবারিক বলে দাবি করে আসছিলেন স্থানীয় আলমগীর, ইসমাইল, ইব্রাহিম, বশর এবং শিপু। এলাকাবাসীর মতামতের ভিত্তিতে তারা মসজিদ কমিটি গঠন করার কথা বললে বিরোধ তৈরি হয়।
তিনি জানান, বুধবার ওই পক্ষ পারিবারিকভাবে মসজিদ সংস্কার করতে চাইলে তারাও কাজে অংশ নিতে যান। রাজি না হওয়ায় তারা কমিটি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলেন। পরে বিরোধী পক্ষ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলমগীর আলীকে ফোন দেয়।
মামুন দাবি করেন, ফোন পেয়ে কাউন্সিলর আলমগীর আলী তার দুই ভাই রাশেদ আলী ও এরশাদ আলীকে নিয়ে গিয়ে তাদের দিকে গুলি ছুড়েন। এতে তার ভাই শাহাবুদ্দিন গুলিবিদ্ধ হন।গুলিবিদ্ধ শাহাবুদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলি করার বিষয়টি অস্বীকার করে কাউন্সিলর আলমগীর আলী বলেন, গত অক্টোবরে তার বাবা আলী আজম মসজিদ কমিটির সভাপতি থাকা অবস্থায় মারা যান। পরে স্থানীয় লোকজন তাকে মসজিদটির দায়িত্ব দেন।
তিনি অভিযোগ করেন, এলাকার কিছু মানুষ মসজিদটি দখল করার চেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার রাতে তারাবীহ নামাজ পড়ার সময় গরমে কষ্ট হওয়া এবং মসজিদের প্রবেশ পথ ছোট হওয়ায় তারা সংস্কারের উদ্যোগ নেন।
পৌর কাউন্সিলর আলমগীর আলী আরও বলেন, বুধবার মসজিদটির প্রবেশ পথ, এসি, বিদ্যুৎ ও টাইলসের কাজের জন্য কিছু শ্রমিক নিয়োগ দেওয়া হয়। কিন্তু দুপুরে যুবলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, শাহাবুদ্দিন ও রিদোয়ান মসজিদের কাজ বন্ধ করতে চাইলে স্থানীয়রা তাদের গণপিটুনি দেন। এ সময় কোনো গুলি করার ঘটনা ঘটেনি।
মসজিদের বিরোধের জের ধরে সৃষ্ট ঘটনার পর দু পক্ষের মধ্যে চরম উত্তোজনা বিরাজ করছে এলাকায়।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ‘পশ্চিম গহিরায় একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পৌর যুবলীগ নেতা আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে পৌর কাউন্সিলর আলমগীর আলীসহ আটজনকে আসামি করে মামলা করেছেন। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন