পাবনার চাটমোহরে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আতিকুল ইসলাম সজীব (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে কৈনুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া সজীব একই গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে কৈনুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বাড়ির পার্শ্ববর্তী মাঠে সহপাঠিদের সাথে ঘুড়ি ওড়াতে যায় সজিব। কিছুক্ষণ পর উড়ন্ত ঘুড়ির সুতা ছিড়ে গাছের ডালে আটকে গেলে সে ঘুড়িটি নামানোর জন্য গাছে ওঠে। কিন্তু গাছের পাশ দিয়ে বিদ্যুতের লাইন থাকায় সজীব তারের উপর গিয়ে পড়লে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে বিদ্যুৎ অফিস থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হলে সজিবের মৃতদেহ নিচে পরে যায়। পরে স্থানীয়রা মৃতদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি ইউপি সদস্য মাসুদ রানা বলেছেন, ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।