কর্ণফুলী নদীতে নৌ দুর্ঘটনা ঘটেছে। নদী পারাপারের সময় ইঞ্জিন বিকল হয়ে গেলে জাহাজের কবলে পড়ে যায় একটি যাত্রীবাহী নৌকা। ধাক্কায় আতঙ্কিত হয়ে নৌকাটির বেশ কয়েকজন যাত্রী নদীতে লাফ দিয়ে দেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নৌকাটির চার থেকে পাঁচজন যাত্রী নদীতে লাফ দেন। পরে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে দুর্ঘটনায় কেউ নিখোঁজ আছেন কি-না, তা জানা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, গার্মেন্টস কর্মী, সবজি ও দুধ বিক্রেতারা নৌকায় করে নদী পার হচ্ছিলেন। মাঝপথে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় বড় একটি জাহাজের মৃদু ধাক্কার মুখে পড়ে নৌকাটি। কয়েকজন যাত্রী আতঙ্কিত হয়ে নৌকা থেকে লাফ দেন। তাদের কাউকে কাউকে উদ্ধার করা হয় এবং কেউ কেউ সাঁতরে তীরে ওঠে আসেন। তবে কেউ নিখোঁজ রয়েছেন কি-না, সেটা নিশ্চিত হওয়া যায়নি।