- সারাদেশ
- সেনবাগে স্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় স্বামী কারাগারে
সেনবাগে স্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় স্বামী কারাগারে

নোয়াখালী সেনবাগে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে অভিযুক্ত স্বামীকে স্ত্রীর মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা এসব তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার ভুক্তভোগী স্ত্রী আয়েশা বাদী হয়ে সেনবাগ থানায় মামলা করেন। দুপুরে স্বামী আবুল হোসেনকে আটক করে সেনবাগ থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালে বিয়ে হয় আবুল হোসেন ও আয়েশা আক্তারের। তাদের গরে ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। আয়েশাকে না জানিয়ে গত ২৬ জানুয়ারি দ্বিতীয় বিয়ে করেন স্বামী আবুল হোসেন। এরপর থেকে শুরু হয় আয়েশা ও তার ৩ সন্তানের ওপর স্বমীর অমানুসিক নির্যাতন। যৌতুকের টাকার জন্য আয়েশাকে কয়েক দফায় মারধর করে স্বামী। গত সোমবার সন্ধ্যায় আয়েশাকে পিটিয়ে জখম করে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান আবুল হোসেন।
মন্তব্য করুন