- সারাদেশ
- কর্মহীন পাঁচ হাজার পরিবারকে পুলিশের খাদ্য সহায়তা
কর্মহীন পাঁচ হাজার পরিবারকে পুলিশের খাদ্য সহায়তা

চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনে খাদ্য সহায়তা নিয়ে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ।
বৃহস্পতিবার নগরের চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার শামসুল আলম, শ্যামল কুমার নাথ ও উপ কমিশনার এস এম মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
প্যাসিফিক জিন্স ও কেএসআরএমের সহায়তায় নগর পুলিশের বন্দর বিভাগ পাঁচ হাজার পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করবে। কর্মহীন প্রতিটি পরিবার পাবে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি ছোলা, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ, এক লিটার তেল ও একটি সাবান।
মন্তব্য করুন