ফরিদপুরে দরিদ্র ও অসহায় নারীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের দরিদ্র ৬০ জন নারীর হাতে ইফতার সামগ্রী পৌঁছে দেন লাইফ প্লাস অর্গানাইজেশনের অর্থায়নে স্বেচ্ছাসেবী সংগঠন নন্দিতা সুরক্ষার কর্মীরা। 

আয়োজনটি ছিল কেবলমাত্র বৃদ্ধ মায়েদের জন্য যাদের সন্তান নেই বা সন্তানেরা তাদের ভরণপোষণ দেয় না তাদের জন্য।

নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি বলেন, লাইফ প্লাসের অর্থায়নে নন্দিতা সুরক্ষা এবার তালিকা করেছে সেসব মায়েদের, যাদের অনেকের সন্তান রিকশাচালক বা দিনমজুর, নিজের সংসার চালিয়ে তারা পিতামাতার ভরণ পোষণ দিতে পারে না বা চায় না। এদের অনেকের উপার্জনক্ষম পুত্র সন্তান নেই, কেউবা নি:সন্তান। তাদের জন্য রমজান মাসের উপহার হিসেবে দেয়া হয়েছে ইফতার সামগ্রী।