লকডাউনের ফলে কর্মহীন হয়ে যাওয়া নিম্ন-মধ্যবিত্ত ও নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি পেশার প্রান্তিক মানুষের দু:খ-দুর্দশা লাঘবে মানবিক কর্মসূচি অব্যাহত রেখেছে খুলনা জেলা প্রশাসন। 

মঙ্গলবার খুলনার দুর্যোগপ্রবণ উপকূলীয় উপজেলা দাকোপে দিন মজুরির উপর নির্ভরশীল কর্মহীন শ্রমজীবীদের খাদ্য সহায়তা হিসেবে ৩৫০ জন কর্মহীন মানুষের  মাঝে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।

উপজেলা পরিষদ মাঠে মানবিক সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল, ডাল, আলু, মিষ্টি কুমড়া, ঢেড়স, লবনসহ খাদ্যদ্রব্য বিতরণ করেন খুলনা জেলার  জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর  রহমান খান, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান।

এছাড়া দাকোপ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শতাধিক কর্মহীন মানুরষর ঘরে-ঘরে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।

এর আগে গতবছর লকডাউনে ফলে কর্মহীন হয়ে যাওয়া নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ২৫ হাজার মানুষকে ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’এর আওতায় খাদ্য সামগ্রী বিতরণ করেছিল জেলা প্রশাসন।

এদিকে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক  মোহাম্মদ হেলাল হোসেন ও সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ দাকোপে করোনাকালীন ও করোনা পরবর্তী নিবিড় পরিচর্যার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মিত ২০ বেডের ওয়ার্ড পরিদর্শন করেন।

এই ওয়ার্ডে জেলা প্রশাসনের তত্ত্বাবধায়ে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ এবং অক্সিজেন সিলিন্ডার ব্যাংকের মাধ্যমে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এখানে রয়েছে ৪টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা এবং প্রতি বেডে ২০টি অক্সিজেন আউটলেট।

এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোজাম্মেল হক, ডেপুটি সিভিল সার্জন ডা সাইদুল ইসলাম।