- সারাদেশ
- ৩০ কেজির কাতল ধরা পড়ল জালে
৩০ কেজির কাতল ধরা পড়ল জালে

ছবি- সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দে প্রায় ৩০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জয়নাল হালদার নামের এক জেলের জালে এই মাছ ধরা পড়ে।
স্থানীয়রা জানান, জয়নাল মাছটি পেয়ে ঘাটের ব্যবসায়ীদের জানান। এরপর তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাইপাস সড়কসংলগ্ন মাছবাজারে স্থানীয় দুলালের আড়তে নিয়ে যান। সেখানে নিলাম হয়।
তারা জানান, চান্দু মোল্লা নামের এক মৎস্য ব্যবসায়ী সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে তিনি মাছটি কিনে নেন। মাছটি ওজন দিয়ে দেখা যায় এটি প্রায় ৩০ কেজি ১০০ গ্রাম। এর দাম আসে প্রায় ৪৮ হাজার টাকা।
মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ঢাকার এক পরিচিত ব্যবসায়ীর কাছে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৫১ হাজার টাকায় কাতল মাছটি বিক্রি করেছে। বিকেলে মোটরসাইকেলে করে ঢাকায় ওই ব্যক্তির কাছে পৌঁছে দেন মাছটি।
গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, এত বড় একটি কাতল মাছ ধরা পড়েছে, এটা অবশ্যই সুখবর।
মন্তব্য করুন