- সারাদেশ
- কর্মচারীকে ধর্ষণের চেষ্টা, মালিক গ্রেপ্তার
কর্মচারীকে ধর্ষণের চেষ্টা, মালিক গ্রেপ্তার
গ্রেপ্তার আবু সালেক -সমকাল
পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের রাজারদিয়ার গ্রামে অবস্থিত সনি ডায়াগনস্টিকস সেন্টারের মালিক ও পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজিস্ট মো. আবু সালেককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আবু সালেক উপজেলার রাজার দিয়ার গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
পুলিশ জানায়, নিজ প্রতিষ্ঠানের এক নারী কর্মচারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, মঙ্গলবার চাটমোহর রাজারদিয়ার গ্রামে ‘সনি ডায়াগনস্টিকস সেন্টার’এর মালিক সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজিস্ট আবু সালেক তার প্রতিষ্ঠানে এক নারী কর্মচারীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই নারীর চিৎকারে সেখানকার লোকজন এগিয়ে এসে আবু সালেককে প্রতিষ্ঠানেই আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। রাতে নির্যাতিত তরুণী বাদী হয়ে চাটমোহর থানায় আবু সালেকের বিরুদ্ধে ধর্ষচেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ২০।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বুধবার আবু সালেককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন