- সারাদেশ
- লক্ষ্মীপুরে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে ২ চালক নিহত
লক্ষ্মীপুরে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে ২ চালক নিহত

দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও পিকআপ। ছবি: সমকাল
লক্ষ্মীপুরের তেহরীগঞ্জ এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। তারা হলেন- অটোরিকশা চালক স্বপন (৪০) ও পিকআপ-ভ্যান চালক ছাত্তার মাঝি (৫৫)।
বুধবার দুপুরে তেহরীগঞ্জ ইউনিয়নের তৈয়ব চৌধুরীর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন ওই এলাকার মো. রফিক মিয়ার ছেলে এবং ছাত্তার মাঝি একই এলাকার মৃত শাখায়াত উল্যার ছেলে।
এ ঘটনায় অটোরিকশায় থাকা চার যাত্রী গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়রা জানায়, দুপুরে লক্ষ্মীপুরের থেকে তেহরীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা পিকআপটি তৈয়ব চৌধুরীর ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটরাস্থলেই দুই চালক নিহত হয়। এছাড়া অটোরিকশায় থাকা চার যাত্রী গুরুতর আহত হয়।
সদর থানার এএসআই মো. শাহজাহান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুই চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আহত চার অটোরিকশা যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন